আপডেট : ১২ September ২০১৮
দেশের বাজারে নতুন একটি ল্যাপটপ এনেছে ওয়ালটন। প্রিলুড সিরিজের ডব্লিউপিআর১৪এন৩৪জিএল মডেলের এ ল্যাপটপটির দাম ২২ হাজার ৫০০ টাকা। দেশে তৈরি এ ল্যাপটপে থাকছে ১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ১ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাপোলো লেক এন৩৪৫০ প্রসেসর। এর সঙ্গে থাকছে ইন্টেল এইচডি গ্রাফিক্স। ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম রয়েছে ল্যাপটপটিতে। ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিলিমিটার সাটা ইন্টারফেস। সুযোগ থাকছে আরো বেশি জায়গাযুক্ত হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহারের।
দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এই ল্যাপটপে ব্যবহার হয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি, যা পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। স্পষ্ট ও জোরালো শব্দের জন্য রয়েছে দুটি বিল্টইন স্পিকার। ব্যাটারিসহ এর ওজন ১ দশমিক ৩৩ কেজি। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১