বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলছে বিএনপির প্রতীকী অনশন

জধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে বিএনপির প্রতীকী অনশন সংরক্ষিত ছবি


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছে বিএনপি।

বুধবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ গণঅনশন শুরু হয়। গণঅনশন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এদিকে বিএনপির প্রতীকী অনশনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান, জলকামান, এপিসি। তাছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চারো পাশে সতর্ক অবস্থান নিয়েছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও অনশনে উপস্থিত আছেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর আগে গত ৯ জুলাই মহানগর নাট্যমঞ্চে সাতঘণ্টা এবং ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন ঘণ্টার প্রতীক অনশন করেন বিএনপি নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১