আপডেট : ১২ September ২০১৮
‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্প। এ উপলক্ষে সম্প্রতি বাতিসা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখাপ্রধান মো. বজলুর রহমান। ব্যাংকের চৌদ্দগ্রাম শাখাপ্রধান মো. আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রতন মিয়া, বাতিসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহম্মদ ভুঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম। পরে বিদ্যালয়ের মাঠে ফলদ গাছের চারা রোপণ ও সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১