আপডেট : ১২ September ২০১৮
দুধের টাকা জোগাড় করতে না পেরে দুই মাসের ছেলেকে লবণ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ঢাকার দোহার উপজেলায় ঘটা ওই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন সন্তানের বাবা। এ ঘটনায় অভিযুক্ত সাথী আক্তারকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। শিশুসন্তান মো. সায়েমকে হত্যার ঘটনায় গত সোমবার রাতে স্ত্রী সাথীর বিরুদ্ধে দোহার থানায় মামলা করেন উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকার মো. বাচ্চু। ওই রাতেই পুলিশ সাথীকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা ছিল। দোহার থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, বাচ্চু পেশায় একজন দিনমজুর। বছর তিনেক আগে সাথীর সঙ্গে তার বিয়ে হয়। সাবিহা আক্তার নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে তাদের। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘রোববার সায়েমের জন্য স্বামীকে দুধ আনতে বলেছিলেন সাথী। কিন্তু সন্ধ্যায় স্বামী দুধ না নিয়ে বাড়ি ফিরলে দুধের টাকা জোগাড় করার জন্য প্রতিবেশীদের কাছে ধরনা দেন তিনি। টাকা জোগাড় করতে না পেরে রাত ৮টার দিকে রাগে-ক্ষোভে দুই মাসের সন্তানকে তিনি লবণ খাইয়ে দেন।’ লবণ খাওয়ানোর পর সায়েমের শ্বাসকষ্ট শুরু হলে সাথী নিজেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই হাফিজ। তিনি বলেন, সোমবার খবর পেয়ে পুলিশ উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকা থেকে সাথীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সায়েমকে লবণ খাওয়ানোর বিষয়টি স্বীকার করেন। বাচ্চু বলেন, ‘আমাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকে। আমার স্ত্রী ছেলের জন্য দুধ আনতে বলেছিল, আনতে পারিনি। দুধের টাকা জোগাড় করতে না পেরে রাগে-কষ্টে সে ছেলেকে মেরে ফেলেছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১