আপডেট : ১১ September ২০১৮
জাতীয় সংসদের ২২তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অধিবেশন শুরুর একঘণ্টার মাথায় মুলতবি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংদস মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে অধিবেশনের কার্যক্রম শুরুর পর সোয়া ৬টার দিকে তা মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। এ সময় জাতীয় সংসদে বিদ্যুৎ সংযোগ ছিল না এবং ইন্টারনেট সংযোগও কাজ করছিল না। একই সঙ্গে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমেও গোলোযোগ দেখা যায়। সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জানান, ন্যাশনাল গ্রীডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন চলাকালীন বিকেল সোয়া ৫টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে জেনারেটর দিয়ে দিনের কার্যকম চালাতে অসুবিধা হচ্ছিল। তাই অধিবেশন স্থগিত করা হয়। সংসদ সদস্যরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন মুলতবি করার ঘটনা এই প্রথম। অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১