বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০১৮

জামায়াতকে নিয়ে বিএনপির সঙ্গে ঐক্য নয় : কামাল হোসেন

গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন ছবি : সংগৃহীত


জামায়াত ইসলামীকে রাখলে বিএনপির সঙ্গে কোন ঐক্য করবেন না বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। এছাড়া দেশ সাংবিধানিক শাসনের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের জন্য দেশে সুষ্ঠু পরিবেশ দরকার।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময়, সাদা পোশাকে গ্রেফতার বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান ডক্টর কামাল হোসেন।

এ সময় তিনি আরও বলেন, 'সরকারকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। বিরোধী দলের কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। এই কাজ হওয়া উচিত না। কোন অপরাধ করলে অবশ্যই ধরা যাবে। কিন্তু শত শত লোককে ধরা উচিত না। খালেদা জিয়াকে আইনের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। কিন্তু কারাগারে উনার বিচার প্রক্রিয়া শুরু করা আমি মনে করি ঠিক না। ৪১ বছর আগের একটি ঘটনার উদাহরণ দিয়ে এমন কাজ সংবিধান বিরুদ্ধ। সরকার এটা করলে তা সরকারের পক্ষে যাবে না। এদেশের মানুষ সভ্য । সুতরাং আমরা সভ্য রাষ্ট্রকে অসভ্য রাষ্ট্রতে পরিণত না করি।'

জামায়াতকে রেখে বিএনপির সঙ্গে ঐক্য হবে কিনা এই প্রশ্নের উত্তরে ডক্টর কামাল হোসেন বলেন, 'আমার দল করবে না। অন্য কেউ করলে করতে পারে। আমি সারা জীবনই এটা করিনি। শেষ জীবনে এসে এটা করতে যাব কেন! আর ওরাতো এখন দলও না। আমি যতদূর জানি তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।'


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১