আপডেট : ১১ September ২০১৮
ভারতে সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির তেলেঙ্গানা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যটির জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাতে জানা গেছে। বার্তা সংস্থাগুলোর খবর অনুয়ায়ী বাসটিতে মোট ৭০ জন আরোহী ছিল। বাসটি কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে ফিরছিল। কর্মকর্তারা জানিয়েছেন, শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোড থেকে ছিটকে বাসটি পাশের উপত্যকায় পড়ে যায়। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তেলেঙ্গানার একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে নিজেদের এলাকায় ফিরছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ তদারক করা জাগিতালের জেলা কালেক্টর এ শরৎ ফোনে পিটিআইকে বলেন, ‘সকাল ১১টা ৪৫ মিনিট (স্থানীয় সময়) থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।’ ভারতের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনা এড়াতে ঘাট রোডে চলাচলের বিষয়ে স্থায়ী নির্দেশাবলী ও বিধিনিষেধ দেওয়া আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১