বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০১৮

সিরিয়ার দির-ই-জরে রাশিয়ার মানবিক সহায়তা

আলেপ্পোর আরাদু জিতুনের পার্শ্ববর্তী এলাকায় রুটি বিতরণ করা হয় ছবি : ইন্টারনেট


রাশিয়ান সেন্টার ফর রিকন্সিলিয়েশন অব অপোজিং পার্টিজ’র কর্মকর্তারা সিরিয়ায় মানবিক পরিস্থিতি উন্নয়নের প্রয়াস অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস। কেন্দ্র প্রধান ভ্লাদিমির সভচেনকো সোমবার জানান, গতকাল সোমবার দির-ই-জর-এ দুই দফা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন রাশিয়ান এই কেন্দ্রটির কর্মকর্তারা লাতাকিয়া নগরী ও দির-ই-জর’র হাতলা বসতি এলাকায় দুই দফা মানবিক কার্যক্রম পরিচালনা করে। সভচেনকো বলেন, ‘সেখানে বেসামরিক নাগরিকদের মধ্যে ৫৭০ ব্যাগ খাবার, ১শ’ বয়াম মধু ও শিশুদের জন্য ৬শ’ বস্ত্র বিতরণ করা হয়। ৫৭০ ব্যাগ খাবারে ওজন প্রায় ২.১ টন।’

এছাড়া আলেপ্পোর আরাদু জিতুনের পার্শ্ববর্তী এলাকায় ১ টন টাটকা রুটি বিতরণ করা হয়। এদিন সিরিয়ার প্রায় ৪৭ জন নাগরিক রাশিয়ার সামরিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২৪ শিশু রয়েছে।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের কর্মকর্তারা সিরিয়ার মুক্ত এলাকার মানবিক অবস্থার মূল্যায়ন এবং এর উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১