আপডেট : ১১ September ২০১৮
২০২০ সালের পর উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা আপডেট পেতে নির্দিষ্ট পরিমাণ অর্থ গুনতে হবে। তবে ২০২৩ সালের জানুয়ারির পর অপারেটিং সিস্টেমটির জন্য আর কোনো নিরাপত্তা আপডেট উন্মুক্ত করবে না মাইক্রোসফট। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত মাইক্রোসফটের সবশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর ব্যবহারকারী বাড়াতে উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের বিনামূল্যে আপগ্রেডের সুযোগ দেওয়া হয়েছিল। ২০২০ সালের জানুয়ারির পর অপারেটিং সিস্টেমটির আর কোনো আপডেট আসবে না বলেও জানায় মাইক্রোসফট। তবে প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য এ সময়সীমা তিন বছর বাড়ানো হলো। ২০২০ সালের পরও উইন্ডোজ ৭ ব্যবহার করার প্রক্রিয়াটি ব্যয়বহুল হবে বলে ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের পর যত দিন যাবে, আপডেটের খরচও ততই বাড়বে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১