আপডেট : ১০ September ২০১৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল বঙ্গভবনে যান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশেষ করে একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’ এছাড়া, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদকে অবহিত করা হয়। প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষ করে গড়ে তোলা জরুরি। এছাড়া, রাষ্ট্রপতি গবেষণা কার্যক্রমে অগ্রাধিকার দেয়ারও পরামর্শ দেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১