আপডেট : ১০ September ২০১৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তুহিন (১৯) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। তুহিন মানিকগঞ্জের সাটুরিয়া গাছবাড়ি এলাকায় লিয়াকত আলীর ছেলে। ওসি আব্দুস সাত্তার জানান, সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে রাত ১০টায় সাইনবোর্ড এলাকায় তল্লাশি করে তুহিনকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা পৃথক ৪৪টি প্যাকেট থেকে ৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য হবে ২৬ লাখ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১