আপডেট : ১০ September ২০১৮
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদন মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল বিচারিক আাদালতে এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর আগে ৪ সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রতবোধ করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে এই নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উস্কানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১