আপডেট : ১০ September ২০১৮
রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) গুলিতে নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরে ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। প্রথামিক ভাবে নিহতের নাম ঠিকানা জানা যায়নি। কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির এ ঘটনা নিশ্চিত করেন। ওসি শাহিন ফকির বলেন, গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সদস্যরা। সেখান থেকে ট্রাউজার ও লাল গেঞ্জি পরিহিত ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন তারা। রাত ১১টার দিকে চিকিৎকরা তাকে মৃত বলে জানান।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১