আপডেট : ১০ September ২০১৮
মহিউদ্দিন রিফাত
বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সেবাস্তরের চারজন রোভার। রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ কোনো প্রকার যানবাহন ছাড়াই হেঁটে পরিভ্রমণ করেন।
পরিভ্রমণ দলের সদস্যরা হলেন- রোভার মো. শেখ সাদ আল জাবের শুভ (দলনেতা), রোভার মো. আহসান হাবীব (সহকারী দলনেতা), রোভার মো. এনামুল হাসান কাওছার, রোভার মো. হাসান আলী।
হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সম্পন্ন করার উদ্দেশ্যে গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে যাত্রা শুরু করেন।
পাঁচ দিনব্যাপী তারা সমাজ সচেতনতামূলক চারটি স্লোগান বহন করেন— ‘ট্রাফিক আইন মানব, দুর্ঘটনা কমাব’, ‘আর নয় শিশুশ্রম, শিক্ষা শিশুর অধিকার’, ‘ধূমপান ও মাদককে না বলুন’, ‘পানিই জীবন, এর প্রতিটি কণার সদ্ব্যবহার করুন’। পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং সামাজিক, রাজনৈতিক, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও মিলিত হন।
পরিভ্রমণ শেষে তারা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পরিভ্রমণ সম্পন্ন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১