আপডেট : ০৮ September ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বিগত নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি আসন্ন নির্বাচনে আবারো আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন এবং এলাকার বাকী উন্নয়মূলক কাজ করার সুযোগ দিবেন। আজ শনিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন স্কুল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল প্রমূখ। খেলায় অংশ গ্রহন করে চান্দ্রা ইউনিয়ন দল বনাম হানারচর ইউনিয়ন দল। এতে ১-০ গোলে হানারচর ইউনিয়ন দল জয় লাভ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১