বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০১৮

দুইশর বেশি গ্যাংয়ের শহর লন্ডন


লন্ডনের রাস্তার নিয়ন্ত্রণ নিতে ২০০-র বেশি গ্যাং তৎপর রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। চলতি বছরে বিভিন্ন গ্যাংয়ের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে। শহরের মূল কেন্দ্র পার্শ্ববর্তী অধিকাংশ রাস্তাতেই সন্ধ্যার পর সাধারণ মানুষ চলাচলে বাধাপ্রাপ্ত হচ্ছে। ডেইলি মেইল সম্প্রতি লন্ডনের একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বিভিন্ন গ্যাংয়ের উপস্থিতি দেখানো হয়েছে। মানচিত্র মতে, দক্ষিণ লন্ডনে প্রায় ৫০টি গ্যাং সক্রিয় রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ভয়ানক গ্যাংগুলোর মধ্যে আছে মস্কো ১৭, ঘেটো বয়েজ এবং উলউইচ বয়েজ। লন্ডনের উত্তরাংশে ৫০, পূর্বে ৬০ এবং উত্তর-পশ্চিমাংশে ৩৫টির বেশি গ্যাং সক্রিয় রয়েছে। গ্যাংগুলো অধিকাংশ ক্ষেত্রেই একটি অথবা দুটি রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে বাসিন্দাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

থেরেসা মে সরকার চলতি বছরে বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েও গ্যাং সংস্কৃতি বন্ধে তেমন কিছু করতে পারেনি। গত সপ্তাহের এক রিপোর্টে জানা যায়, লন্ডনে ছুরিকাঘাতে নিহতদের অধিকাংশেরই বয়স ২৪ বছরের নিচে। আর মৃতদের ৯০ শতাংশ ছেলে যারা ছুরি অথবা গুলিতে নিহত হয়েছে। যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় লন্ডনে ছুরিকাঘাতে মৃতের সংখ্যা সর্বাধিক। এ বিষয়ে টটেনহ্যাম এমপি ডেভিড ল্যামি বলেন, তরুণদের মধ্যকার সংঘর্ষের ঘটনা মহামারী আকার ধারণ করেছে এবং লন্ডনের জন্য এটা বিশাল সমস্যা। সমাজের এই ব্যর্থতায় অনেক তরুণই ভয়ে আছে। নিজেদের বাঁচাতে তাদের ছুরি অথবা কোনো গ্যাংয়ে যুক্ত হতে হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১