আপডেট : ০৮ September ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজয় বুঝতে পেরে সরকার পালাবার পথ খুঁজছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে নিরপেক্ষ সরকারের গণদাবি মেনে নিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময়, গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধাদের আবারো আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। ফখরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি এই স্বৈরাচারী সরকারকে হটাতে অতি দ্রুত একটি জাতীয় ঐক্য হবে। তিনি আরো বলেন, অসুস্থ মানুষকে জোর করে কারাগারের ভেতরে আদালতে হাজির করা মানবতাবিরোধী। মির্জা ফখরুল বলেন, আজকের প্রেক্ষাপট হল, বাংলাদেশ অত্যন্ত সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে। দেশের মানুষের স্বাধীনতা থাকবে কি থাকবে না, মানুষের বাঁচার অধিকার থাকবে কি থাকবে না তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এসময় অবিলম্বে বেগম জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১