বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০১৮

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সংগহীত ছবি


কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এসময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলটি শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোড থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা দাবি করছি। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছি অংশ নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১