আপডেট : ০৭ September ২০১৮
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চেকপোস্টে ‘হামলার পর’ পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশের তিন সদস্য।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) ঘটনা সত্যতা নিশ্চিত করেন। পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) জানান, শুক্রবার রাত ২টার দিকে কে সি দাস রোডের শ্রীনগর পুলিশ চেকপোষ্টে জঙ্গিরা হামলা চালায়। এসময় পুলিশের সাথে জঙ্গিদের গোলাগুলি বিনিময়কালে দুই জঙ্গি সদস্য কাকা ওরফে শামীম ও এখলাস নিহত হয়। তারা প্রকাশক বাচ্চু হত্যার সাথে জড়িত সরাসরি জড়িত।এদের বাড়ি জামালপুর জেলায় বলে জানান তিনি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১