আপডেট : ০৭ September ২০১৮
প্র্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে ইলিয়াস হোসাইন ও স্বরলিপির নতুন গান ‘তোর মায়ায়’। গানের কথা লিখেছেন সোহাইল মাসুদ। গানের সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। দারুণ লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন কাজী ইমরান হাসান। ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ ও সামান্থা শিমু। এ গান প্রসঙ্গে আদর বলেন, ‘আমি কাজ করে যেতে চাই। ছোটপর্দা, বড়পর্দা, মিউজিক ভিডিও কিংবা ওয়েব সব মাধ্যমেই আমার সমান আগ্রহ। আর তোর মায়ায় গানটি করার সময় যতটা ভেবেছি রিলিজের পর তার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আশার করছি দর্শকরা ঠকবেন না।’ এদিকে আদর আহমেদের আরো তিন-চারটি ভিডিও মুক্তির অপেক্ষায় রয়েছে। তোর মায়ায় প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, ‘এই গানটি একেবারে সফট মেলোডি ধাঁচের একটি গান। স্বরলিপি দুর্দান্ত গেয়েছেন। আমার কাছে যে ধরনের গান আশা করেন শ্রোতারা সেরকমই পাবেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১