আপডেট : ০৭ September ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হেয়েছেন র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও ১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় একটি আমবাগানে ৪-৫ জনের একটি দল মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি করে ওই মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১