আপডেট : ০৭ September ২০১৮
                                
                                         জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, কোটার কারণে জাতীয় মেধাতালিকার পেছন থেকে অনেকে চলে আসেন। তবে মেধাতালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিস সহকারী কমিশনারদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের’ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৬২ শিক্ষানবিস সহকারী কমিশনার অংশ নেন। নতুন সহকারী কমিশনারদের উদ্দেশে জনপ্রশাসন সচিব বলেন, ‘তোমরা যারা বিসিএসে রিটেন (লিখিত) পাস করেছ, ভাইভা পাস করে এখানে এসেছ, তারা কি অমেধাবী। নিঃসন্দেহে নয়। হ্যাঁ, কোটার কারণে জাতীয় মেধাতালিকার পেছন থেকে অনেকে চলে আসে। তবে মেধাতালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই।’ সচিব বলেন, কোনো অবস্থাতেই ‘অমেধাবীদের’ বিসিএসে আসার সুযোগ নেই। গত ১০টি বিসিএসের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটা ১০ শতাংশের বেশি পূরণ হয়নি। নারী কোটাও পূরণ হয় না। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য আসনগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হয়। কোটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে উল্লেখ করে ফয়েজ আহম্মদ বলেন, ‘তোমরাও (শিক্ষানবিস সহকারী কমিশনার) বিদ্রোহী হয়ে থাকতে, যদি তোমাদের রেজাল্ট না আসত। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি জনপ্রশাসনের সচিব। এ জায়গা থেকে আমাকে কোটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। দেশ-বিদেশের অনেক তথ্য সংগ্রহ করেছি। বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে কম করে হলেও কিছু কিছু কোটা আছে।’ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১