আপডেট : ০৬ September ২০১৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনমতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু দলে গ্রহণযোগ্যতা থাকলেই মনোনয়ন পাওয়া যাবে না, জনগণের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে কেউ মনোনয়ন পাবেন না।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে যৌথসভা শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কারা জনপ্রিয় তার জরিপ করা হচ্ছে। সেই জরিপের রিপোর্ট আছে আমাদের সভাপতির কাছে। ছয় মাস পরপর আপডেট হচ্ছে। যাচাই বাছাই করা হচ্ছে। জনমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে।
২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে অর্থমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দল বা ব্যক্তি নয়, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। সবাইকে নিজ নিজ অবস্থান ও সীমাবদ্ধতা মাথায় রেখে কথা বলার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, এখন সবাই এমপি হওয়ার প্রতিযোগিতায় দলের শৃঙ্খলা বিচ্যুতির কারণ ঘটাচ্ছে। দায়িত্বশীল নেতারা যদি অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েন তাহলে কর্মীরা কি শিখবে? গ্রুপিং করে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত করবেন তা কঠোরভাবে বন্ধ করা হবে। কারো অভিযোগ থাকলে সরাসরি লিখিত আকারে কেন্দ্রীয় অফিসে অভিযোগ দিবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১