আপডেট : ০৬ September ২০১৮
এবার ক্রিকেটারদের নিয়ে একটি ভিন্ন ধরনের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাকিস্তানের আট ক্রিকেটার ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরান ফারহাত টুইটারে এ কথা জানান। ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা ব্যাটসম্যান ইমরান ফারহাত টুইটে লিখেছেন, ‘ছারপোকার কামড় খেয়ে আমরা মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি।’ তারা প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে যান ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে ড্রেসিং রুমে ছারপোকার কামড়ে হাসপাতালে ভর্তি হতে হয় ইমরান ফারহাতসহ আট ক্রিকেটারকে। ড্রেসিং রুম যেভাবে পরিচ্ছন্ন থাকার কথা সেভাবে ছিল না। ফলে সেখানে ছারপোকাসহ নানা আবর্জনা ছিল। এছাড়া ফারহাত মাঠের অবস্থাও ভিডিও টুইটারে ছাড়েন। মাঠের আউটফিল্ডের অবস্থা ছিল ভীষণ বাজে। গ্যালারিতে রয়েছে ভাঙা চেয়ার, ড্রেসিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১