বাংলাদেশের খবর

আপডেট : ০৬ September ২০১৮

খলনায়কে ঈশানা

অভিনেত্রী ঈশানা খান সঙগৃহীত ছবি


রুহুল আমিন ভুঁইয়া

অভিনেত্রী ঈশানা খান। নাটক ছাড়াও মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘খলনায়ক’ শিরোনামের একটি ধারাবাহিকে। এটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নাটকটিতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছি। দীপ্ত টিভির জন্য এটি নির্মাণ করছেন ফিরোজ কবির ডলার। এতে মেঘ নামের চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পের প্রয়োজনেই আমাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেক অভিনয় শিল্পীর চরিত্রেও চমক রয়েছে। তবে ধারাবাহিকের নামের মতো আমি নেতিবাচক চরিত্রে নেই।’

সম্প্রতি একক নাটকে বেশি অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশানা বলেন, ‘ধারাবাহিকের ক্ষেত্রে একটা ভয় থাকে যে গল্পটি কোথায় যাবে। কীভাবে যাচ্ছে, কী হচ্ছে। সব সময় এটা আমাদের হাতে থাকে না। এ পর্যন্ত যতগুলো ধারাবাহিকে কাজ করেছি, কাজগুলো নিয়ে আমি সন্তুষ্ট। ধারাবাহিকে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্প-চরিত্র ভালো হলে একসঙ্গে পাঁচটি ধারাবাহিক করতে অসুবিধা নেই।’

নাটক দেখার মাধ্যমে পরিবর্তন এসেছে। এটাকে দর্শক হিসেবে খুব ভালো চোখে দেখছেন তিনি। তার ভাষায়- ‘কয়েক দিন আগে আমার একটি নাটক টিভিতে প্রচার হয়েছিল। শুটিংয়ের কারণে আমি নাটকটি দেখতে পারিনি। নাটকটি আমার খুব পছন্দের। পরে আমি নাটকটি ইউটিউবে দেখেছি। সময় স্বল্পতা ব্যস্ততা সব কিছু মিলিয়ে টিভিতে নাটক দেখতে না পেরে ইউটিউবে দেখছে মানুষ। এটা খারাপ কিছু নয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১