আপডেট : ০৬ September ২০১৮
মুম্বাইয়ে নিজের বাড়িতেই নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরই গুঞ্জন উঠেছিল এই অক্টোবর মাসেই চার হাত এক হতে চলেছে। এটাও শোনা গিয়েছিল নিউইয়র্কে হবে বিয়ের অনুষ্ঠান। তবে আপাতত দেশি গার্লকে কনের বেশে দেখার ইচ্ছায় খানিক অপেক্ষা করতে হবে তার ভক্তদের। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, এখনই বিয়ের সানাই বাজার কোনো সম্ভাবনা নেই চোপড়া খানদানে। কোথায় এবং কবে হবে বিয়ে তা নিয়ে এখনো নাকি সিদ্ধান্তে পৌঁছাননি প্রিয়াঙ্কা ও নিক। তবে বিভিন্ন সূত্রের খবর, মার্কিন মুলুকে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাত্রপাত্রী। আগামী বছর সাগরপাড়ে বিয়ে সেরে তারা ফিরে আসবেন মুম্বাইয়ে। এখানেই হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি, যেখানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং বলিউড ইন্ডাস্ট্রির লোকজন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১