আপডেট : ০৫ September ২০১৮
বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র চতুর্থ বার্ষিক ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) পুরস্কার লাভ করেছে।
ব্যাংক তিনটি হল- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডাচ বাংলা ব্যাংক লিমিটেডকে লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ, প্রাইম ব্যাংক লিমিটেডকে বেস্ট এসএমই ডিল ইস্যুইং ব্যাংক স্বীকৃতি দেওয়া হয় এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড জেন্ডার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এডিবি ১৫টি দেশ থেকে ২৩টি শীর্ষ ব্যাংককে স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এ স্বীকৃতির কথা জানানো হয়।
সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে যোগদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১