বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৮

শুক্রবার ঢাকায় বিক্ষোভের ডাক হেফাজতের

হেফাজতে ইসলাম সংরক্ষিত ছবি


রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের খুনিদের আন্তর্জাতিক আদালতে বিচারসহ তিন দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতের ঢাকা মহানগর কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৈঠকে হেফাজতের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে- ইসলাম নির্মূলবাদী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন পাস করে তা কার্যকর করতে হবে। পূর্ণ নাগরিকত্ব, নাগরিক অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজে দেশে ফেরত নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে বাংলাদেশ সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং জাতি উচ্ছেদ অভিযানে জড়িত মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধী ও খলনায়কদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১