আপডেট : ০৫ September ২০১৮
দক্ষিণ আফ্রিকার উকুতুলু গেম রিজার্ভ অ্যান্ড কনজারভেশন সেন্টারে বিশ্বে প্রথমবারের মতো দুটি টেস্টটিউব সিংহশাবক জন্মেছে। বিরল প্রজাতির এক সিংহিকে দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই দুই সিংহশাবকের জন্ম হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। শাবক দুটির সফল প্রজননের পর গবেষকরা আশা করছেন, বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণীদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার গবেষকরা একটি পুরুষ সিংহের স্পার্ম ব্যবহার করে শাবক দুটির জন্ম দিয়েছেন। সফল এই পরীক্ষার পর গবেষকরা ইতোমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীদের তালিকা করছেন, যাদের পর্যায়ক্রমে প্রজননের আওতায় আনা হবে। তবে গবেষকদের মতে, প্রতিটি প্রাণীর ক্ষেত্রে ভিন্নধর্মী প্রয়োজনীয় পন্থা অনুসরণ করতে হবে প্রজননের ক্ষেত্রে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১