বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৮

শপথ নিলেন সিলেট ও রাজশাহীর মেয়র

এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরী সংরক্ষিত ছবি


রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র শপথগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ৩০ জুলাই রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। অপরদিকে, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১