বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৮

নতুন ছবিতে জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ছবি : ইন্টারনেট


সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘ক্রিক পার্টি’ ছবির বলিউড রিমেকে অভিনয় করবেন তিনি। ছবিতে তার বিপরীতে থাকবেন কার্তিক আরিয়ান। প্রথবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জ্যাকুলিন নিজেই।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত। ছবির চিত্রনাট্য দারুণ লেগেছে আমার কাছে। ছবিতে আমার চরিত্রটি সত্যি চমকপ্রদ। আমি অপেক্ষায় আছি ভালো কিছু হবে সে বিশ্বাস নিয়ে।’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন অজয় কাপুর ও ধীরাজ। আগামী অক্টোবর থেকে শুরু হবে ছবির চিত্রায়ণ। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অভিষেক জেইন।

ছবি প্রসঙ্গে প্রযোজক অজয় কাপুর বলেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে প্রথমবার কাজ করছি। তিনি প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। তরুণদের কাছে তিনি অনেক জনপ্রিয়। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু দেখতে পাবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১