আপডেট : ০৪ September ২০১৮
জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৬৫৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে জেনেক্স ইনফোসিস লিমিটেডকে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি কল সেন্টারের ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১৩ টাকা ৯৬ পয়সা। আর এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ০২ পয়সা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১