আপডেট : ০৪ September ২০১৮
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোলায়মান আলম শেঠকে সভাপতি ও মোহাম্মদ এয়াকুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। আজ মঙ্গলবার নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, মোরশেদ মুরাদ ইব্রাহিম ও মাহজাবীন মোর্শেদ এমপি। সহ-সভাপতি কামাল উদ্দিন তালুকদার, মোহাম্মদ সালামত আলী, আবুজাফর মাহমুদ কামাল, মোহাম্মদ আজম খাঁন, মোহাম্মদ আলী, ছগির আহামদ সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সামশুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক কেএম আবছার উদ্দীন রনি।
কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১