আপডেট : ০৪ September ২০১৮
লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর ১২টি গাড়ি ৮০ জন কর্মী। লন্ডন ফায়ার ব্রিগেড সূত্রে এ খবর জানিয়েছে সিনহুয়া। খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ডাজেনহাম এলাকার হিওয়েট রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকান্ড ঘটে। তবে এ সময় বিদ্যালয়ের ভিতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি। এক তলা ভবনের প্রায় অর্ধেকই আগুনে পুড়ে গেছে। সেখানে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১