আপডেট : ০৪ September ২০১৮
আমি ২০১১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আধুনিক নওগাঁ পৌরসভা গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আধুনিক মার্কেট, রাস্তাঘাট প্রশস্তকরণসহ ড্রেন ও ফুটপাথ নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, নদীর দুই ধারে সৌন্দর্যবর্ধন ও লাইটিং, বিদ্যুৎ ও নাগরিক সুবিধার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় ইউজেপ-৩ প্রকল্পের মাধ্যমে ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে ইতোমধ্যেই ৪৩ কোটি টাকার কাজ শেষ করেছি। এ ছাড়াও প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগারের ৬০ ভাগ কাজ হয়েছে, ৮ কোটি টাকা ব্যয়ে নতুন পৌর ভবনের কাজ ৫০ ভাগ হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পের পৌনে ৭ কোটি টাকার এবং ১৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের কাজ অতি অল্প সময়ের মধ্যে টেন্ডার করা হবে। জনগণ আমাকে দুইবার মেয়র নির্বাচিত করায় তাদের আশা পূরণের লক্ষ্যে নওগাঁ পৌরসভাকে দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১