আপডেট : ০৪ September ২০১৮
নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চেয়েছিলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার এমন ইচ্ছাতে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন হোসে মরিনহো। এই কোচই নাকি রোনালদোর পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দেননি। গুজবটা যখন খুব বেশি প্রকট হয়ে ধরা দিল, মরিনহো উড়িয়ে দিলেন সেই খবর। বার্নলিকে ২-০ গোলে হারানোর পর এমন গুজবের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয় মরিনহোকে। তিনি বলেন, ‘রোনালদোর নাম কখনোই আলোচনার টেবিলে ছিল না। ম্যানইউতে রোনালদো আসবে কি, আসবে না- এ নিয়েও টেবিলে কোনো আলোচনা হয়নি।’ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ২০০৯ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই ছিলেন জুভেন্টাসের নতুন প্রাণভোমরা। আর রিয়ালে এই রোনালদোরই কোচ ছিলেন স্বদেশি হোসে মরিনহো। নতুন করে একসঙ্গে খেলার সুযোগ না হলেও চ্যাম্পিয়নস লিগে ভিন্ন ক্লাবের হয়ে মুখোমুখি হবেন দুজন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১