বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৮

বিজ্ঞাপনে সিয়াম

চিত্রনায়ক সিয়াম আহমেদ সংগৃহীত ছবি


সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে বিজ্ঞাপনটি নির্মাণ করেন টিএম ইমরান রাজু। সম্প্রতি বান্দরবান ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি যে কনসেপ্ট বা প্রডাক্টে বিশ্বাস করি না, সেগুলোয় কাজ করি না। আমি সব সময় মন থেকে চাই তরুণদের জন্য পজিটিভ মেসেজ দিতে। এ কাজটির মাধ্যমেও তাই চেয়েছি। কাজটা করে ভালো লেগেছে। যেহেতু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তাই চেয়েছি এই কাজটার মাধ্যমে তরুণদের মধ্যে একটা মেসেজ শেয়ার করতে যেটা দেশের জন্য কাজ করবে। দেশের জন্য কিছু করতে পারাটা সত্যই অনেক আনন্দের।’

ছোটপর্দার পরিচিত মুখ সিয়ামের বড়পর্দায় অভিষেক ঘটে ‘পোড়ামন-২’ ছবির মাধ্যমে। বড়পর্দায় এসে প্রথম ছবিতেই দর্শক মাত করেছেন সিয়াম। আসছে অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিয়াম অভিনীত ‘দহন’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে সিয়ামের বিপরীতে রয়েছেন পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১