বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৮

মা হয়েছেন র‍্যাচেল

হলিউড অভিনেত্রী র‍্যাচেল ভাইস ছবি : ইন্টারনেট


কন্যাসন্তান জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী র‍্যাচেল ভাইস। দাম্পত্য জীবনে সাত বছর পার করার পর শনিবার কন্যাসন্তানের জননী হয়েছেন তিনি। এখনো নবজাতকের নাম প্রকাশ করেনি ড্যানিয়েল-র্যাচেল দম্পতি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে এমনটাই জানা গেছে।

এর আগে গত এপ্রিলে সন্তানসম্ভবা হওয়ার খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন র্যাচেল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ও আমার স্বামী ড্যানিয়েল খুব খুশি। আমাদের জীবনে নতুন একজন মানুষ আসছে।’

জেমস বন্ড’খ্যাত অভিনেতা ড্যানিয়েল ২০১০ সালে প্রেম শুরু করেন ৪৮ বছর বয়সী অভিনেত্রী র্যাচেলের সঙ্গে। ২০১১ সালে বিয়ে করেন তারা। জানা গেছে, ২৬ বছর বয়সী আরো একটি কন্যা আছে ড্যানিয়েল ক্রেগের। তবে সেটা তার আগের সংসারের। এদিকে, র‍্যাচেল ভাইসেরও আগের সংসারে ১২ বছর বয়সী একটি ছেলে আছে বলে জানিয়েছে হলিউডের একটি সংবাদমাধ্যম।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১