বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০১৮

৫৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২১ হাজার ৭ জন হাজী


ফিরতি ৫৭টি হজ ফ্লাইটে ২১ হাজার ৭ জন হাজী দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩২টি ও সৌদি এয়ারলাইন্সের ২৫টি বিমানে ২১ হাজার ৭ জন হাজী দেশে ফিরেছেন বলে হজ অফিস জানিয়েছে।

চলতি বছর ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন বাংলাদেশী পবিত্র হজ পালন করেছেন। এরমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭ লাখ ৫৮ হাজার ৭২২ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন।

আজ সৌদি আরবের পরিসংখ্যান অধিদপ্তরের বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জানায়, সৌদি আরবে হজ পালনকারীর মধ্যে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ মহিলা।

বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি যৌথভাবে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় খরচে তিন শতাধিক ব্যক্তিসহ হজ ব্যবস্থাপনার জন্য চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৫০০ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ কর্মকর্তা আবদুল্লাহ আরিফ মোহাম্মদ বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় খরচে তিন শতাধিক ব্যক্তি সৌদি আরব গিয়েছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২ টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে। চলতি বছরের পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ১৮ জন মহিলাসহ ১০৬ জন বাংলাদেশি হাজী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৬৯, মদিনায় ৭,জেদ্দায় ২, মিনায় ১৮, এবং আরাফায় ১০ জন হাজী ইন্তেকাল করেন বলে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১