বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০১৮

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ন্যাচারাল পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছে। আজ ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি হাইলাক্স পিকআপের সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন- জহুরুল ইসলাম (৪৯), নুরুন্নবী (৪৫) এবং খলিলুর রহমান (৪৭)।

স্থানীয় জানিয়েছে, সিরাজগঞ্জের খোকসা থেকে একটি হাইলাক্স পিকআপে ঢাকার উদ্দেশে রওনা হন মীর আক্তার কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী জহুরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন সার্ভেয়ার নুরুন্নবী। তাদের বহনকারী হাইলাক্স পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড অতিক্রম করার সময় অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জহুরুল ইসলাম, নুরুন্নবী এবং পিকআপ চালক খলিলুর রহমান।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১