আপডেট : ০৩ September ২০১৮
বেশ কিছুদিন ধরেই চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কাজ করছে অ্যাপল। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রাস্তায়ও নামানো হয়েছে এ গাড়ি। তবে সব ক্ষেত্রেই কঠোর গোপনীয়তা রক্ষা করছে প্রতিষ্ঠানটি। গোপনীয়তা সত্ত্বেও কিছু কিছু খবর প্রকাশ হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মোটরযান সংক্রান্ত বিভাগে জমা দেওয়া প্রতিবেদনে অ্যাপল জানিয়েছে, ২৪ আগস্ট বে এরিয়ায় অ্যাপলের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। তবে এ দুর্ঘটনায় অ্যাপলের গাড়ির কোনো দায় নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। চালকবিহীন গাড়িটি এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিল, এরই মধ্যে পেছন থেকে মানবচালিত একটি গাড়ি এসে ধাক্কা দেয়। অ্যাপলের গাড়িটির গতি ঘণ্টায় এক মাইল কিমি থাকলেও অন্য গাড়িটি চলছিল ঘণ্টায় ১৫ মাইল বেগে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১