বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০১৮

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কের পিকআপ ভ্যান দুর্ঘটনা হয়েছে প্রতীকী ছবি


ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি পিকআপ ভ্যান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহতরা হলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার’এর সাইট ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৩৫)।

তিনজনেরই মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আজগর আলী জানান, পিকআপ ভ্যানটি ঢাকায় যাচ্ছিল। কিন্তু দ্রুতগতিতে আসতে থাকা সে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আনা হয়েছে। কেন এই দূর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১