আপডেট : ০২ September ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আজ সাম্প্রদায়িক মেরুকরণ করার ডাক দিয়েছে। এই সাম্প্রদায়িক মেরুকরণের ফাঁদে আপনারা পা দেবেন না।’ আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠানে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমান সরকারই বাংলাদেশে একমাত্র সংখ্যালঘু সম্প্রদায় বান্ধব সরকার।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে সংখ্যালঘুদের ওপর হামলার চক্রান্ত করছে। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছে এক এগারোর কুশীলবরা। তবে, সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন হবে।’ তিনি আরো বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বর পার্লামেন্টের অধিবেশন। এটাই শেষ অধিবেশন। নির্বাচনকালীন সরকার যখন দায়িত্ব পালন করবে, তখন মন্ত্রী-এমপি কারোরই ক্ষমতা থাকবে না। মন্ত্রীরা শুধু রুটিনওয়ার্ক করবেন।’ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণিল আয়োজনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১