আপডেট : ০২ September ২০১৮
নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুরে দু’দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী অঙ্গনের উদ্যোগে আজ রোববার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালীবাড়িতে আলোচনা সভায় মিলিত হয়। এতে রামেন্দ্রসুন্দর বোসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। এ সময় তিনি বলেন, শ্রীকৃষ্ণ যেমন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনাও শান্তি প্রতিষ্ঠায় জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই নৌকায় ভোট দিয়ে দেশের মঙ্গলে কাজ করার আহ্বান জানান তিনি। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীল, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার সাহা রাধু, বরুণ কুমার সাহা সাগর প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১