আপডেট : ০১ September ২০১৮
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করেছেন, ডিজিটাল কারচুপির আশায় জাতীয় নির্বাচনে ১০০ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত সরকারের নীলনকশা বাস্তবায়নের অংশ ছাড়া আর কিছুই নয়। সরকারের ইভিএম ব্যবহারের এ অপচেষ্টা বন্ধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন বলেছিল, রাজনৈতিক দলগুলো যদি না চায় তবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও হঠাৎ করে জাতীয় নির্বাচনে অন্তত ১০০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সরকারের নীলনকশা বাস্তবায়নের অংশ ছাড়া আর কিছুই নয়। দেশবাসী কোনোভাবেই আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১