আপডেট : ৩০ August ২০১৮
আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। বেশ কিছু চমক রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। ওয়ানডে দলে প্রথম বারের মতো সুযোগ পেলেন আরিফুল হক। এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাব্বির, সৈকত ও নাসির হোসেনকে তলব করেছে বিসিবি শৃঙ্খলা কমিটি। এছাড়াও সম্প্রতি ভালো ফর্মের কারণে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৯ সেপ্টেম্বর দুবাই রওনা দেবে টাইগাররা। এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
তবে, নারী কেলেঙ্কারির ঘটনায় দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। আলোচনায় থাকলেও সুযোগ মেলেনি সৌম্য সরকারের। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। ৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মাদ মিথুন আলী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১