বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৮

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংগৃহীত ছবি


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির

অর্থমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমায় কোনো পরিবর্তন আসবে না।’

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর এবং অবসরের বয়সকাল ৫৯ বছর। চলতি বছরের জুনে একটি সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ এবং অবসরের বয়সকাল ৬৫ বছর করার সুপারিশ করেছিল।

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে। তিনি ওই সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১