বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৮

পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি


পোপ ফ্রান্সিসের পদত্যাগের দাবি জানিয়েছেন ইতালির এক আর্চবিশপ। শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা জানার পরও অভিযুক্ত যাজক মার্কিন কার্ডিনাল থিওডোর ম্যাকক্যারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পোপকে পদত্যাগের আহ্বান জানান ওই আর্চবিশপ। বিবিসির খবর।

১১ পৃষ্ঠার এক বিবৃতিতে আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ম্যাকক্যারিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন পোপ বেনেডিক্ট। কিন্তু পোপ ফ্রান্সিসের অধীনে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ভ্যাটিক্যান এবং যুক্তরাষ্ট্রের চার্চগুলোতে বর্তমান ও অতীতে যারা কর্মরত ছিলেন তাদের ওপর ম্যাকক্যারিকের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ সবই জানতেন পোপ ফ্রান্সিস। তাই তার পদত্যাগ করা উচিত বলে উল্লেখ করেন কার্লো মারিয়া।

তিনি আরো বলেন, শুধু তাই নয়, ম্যাকক্যারিককে নিজের বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন পোপ। চরম নাটকীয় এই মুহূর্তে পোপকে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিজের ভুল স্বীকার করে নিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১