আপডেট : ২৮ August ২০১৮
মিয়ানমারে আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত করেছেন দেশটির একটি আদালত। গতকাল সোমবার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। খবর আলজাজিরার। গতকাল এই মামলার রায় ঘোষণার কথা ছিল বিচারক ইয়ে লুইনের। তবে শুনানিতে অংশ নেওয়া অপর বিচারক খিন মং মং এদিন আদালতে হাজির হয়ে বলেন, বিচারক ইয়ে লুইন অসুস্থ হওয়ায় আমি এখানে ঘোষণা করতে এসেছি, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই রায় ঘোষণা স্থগিত থাকবে। সাংবাদিকদের বিরুদ্ধে আনা ব্রিটিশ ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অপরাধ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। গত ১২ ডিসেম্বর দুই পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আটক হন ৩২ বছর বয়সী ওয়া লোন ও ২৮ বছর বয়সী কিয়াও সোয়ে ও। তখন থেকেই কারাবন্দি রয়েছেন তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১