আপডেট : ২৭ August ২০১৮
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ের মস্তাননগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে হতাহতদের উদ্ধার করে পুলিশ। জানা গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার জন্য কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেন তারা। পথে মিরসরাই মস্তাননগর রেলক্রসিংয়ের দেয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক জানান, ট্রেন থেকে পড়ে আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সুমন নামের একজনের পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, অপরজন উজ্জ্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার মানিক (৩৫) ও বরিশালের হাসান (২৫)। তারা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রানিয়ারা গ্রামের ইউনুছের পুত্র সুমন (১৮) ও আখাউড়া উপজেলার মোখলেছ মিয়ার পুত্র উজ্জ্বল (১৮)। গুরুতর আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ২ জন সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১